স্পোর্টস ডেস্ক ॥
করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়ার আগে গত ১২ মার্চ সবশেষ ম্যাচ খেলেছিল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
ইউরোপা লিগের সেই ম্যাচে অস্ট্রেলিয়ান ক্লাব লাস্ককে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ম্যান ইউ। এরপরই এলো অনাকাঙ্ক্ষিত বিরতি।
করোনা বিরতি কাটিয়ে পুনরায় শুরু হয়েছে ইংল্যান্ডের ফুটবল। ধারণা করা হচ্ছিল ফের মাঠে বীরত্ব দেখাবে করোনার কারণে স্থগিত হওয়ার আগে অস্ট্রেলিয়ান ক্লাব লাস্ককে ৫-০ গোলে উড়িয়ে দেয়া দল ম্যান ইউ।
কিন্তু দীর্ঘ বিরতির পর মাঠে নেমে প্রথম ম্যাচেই সমর্থকদের হতাশ করল দলটি।
শুক্রবার রাতে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে বাড়ি ফিরেছে তারা। যদিও প্রতিপক্ষের মাঠে বেশিরভাগ সময় ধরে আধিপত্য বিস্তার করেই খেলেছে ম্যান ইউ।
কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি তারা। তবে পেনাল্টি থেকে গোল পেয়ে কোনো মতে হার এড়িয়েছে ম্যান ইউ।
প্রথমার্ধে হটস্পারদের বেশ কিছু জোরালো আক্রমণ প্রতিহত করে দলকে সুরক্ষা করেন ম্যান ইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়া।
তবে ম্যাচের ২৭ মিনিটে স্টিভেন বেরুয়ানের জোরালো শট রুখে দিতে পারেননি ডি গিয়া।
ম্যান ইউ ডিফেন্ডারদের ঘোল খাইয়ে ডি গিয়াকে পরাস্ত করে দলকে ১-০ তে এগিয়ে নেন টটেনহ্যামের বেরুয়ান।
এর কয়েক মিনিট পরেই ব্যবধান ২-০ হতে পারত। তবে সন হিয়ুংমিনের হেড ঠেকিয়ে দিয়ে তা আর হতে দেননি ডি গিয়া।
দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের ধার বাড়ায় ম্যান ইউ। কিন্তু স্পার্স গোলরক্ষক হুগো লরিসের দৃঢ়তায় কোনোভাবেই জালের দেখা পাচ্ছিল না রেড ডেভিলরা।
তবে ম্যাচের ৮০ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন ১৪ মিনিট আগে মাঠে নামা পল পগবা। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে ব্যবধান সমান করেন ব্রুনো ফার্নান্দেস।
ম্যাচের শেষদিকে পাওয়া পেনাল্টি ভিএআরের মাধ্যমে বাতিল হয়ে যায় ম্যান ইউর। ফলাফল ১-১ তে ড্র।
এ ড্রয়ের ফলে টানা ১২ ম্যাচ অপরাজিত রইল ম্যান ইউ। লিগের ৩০ ম্যাচ শেষে ১২ জয় ও ১০ ড্রতে ৪৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে দলটি। সমান ম্যাচে ৪২ পয়েন্ট পাওয়া টটেনহ্যামের সংগ্রহ ৪২।