শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শেখ হাসিনার ভ্রাতৃবধূর নামে ঢাবি হল

শেখ হাসিনার ভ্রাতৃবধূর নামে ঢাবি হল

শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির নবনির্মিত ছাত্রীহলের নাম ‘কৃতী অ্যাথলেট সুলতানা কামাল হল’ করা হয়েছে। ঢাবির জনসংযোগ কর্মকর্তা আশরাফ আলী খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, অ্যাথলেট সুলতানা কামাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্রবধূ ছিলেন। সমাজবিজ্ঞান বিভাগ ও রোকেয়া হলের ছাত্রী সুলতানা কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক ও তাঁর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর স্মৃতি অমর করে রাখার জন্য সিন্ডিকেট তাঁর নামে এ হলের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করে।