শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ঈদের পর কঠোর কর্মসূচি

ঈদের পর কঠোর কর্মসূচি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
ঢাকা: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রমজান ঈদের পর কঠোর কর্মসূচি দেয়ার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, ‘সরকার পতন ঘটানোর আন্দোলন এবং নির্বাচন এক সঙ্গে চলবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রোজার পর আন্দোলনের কর্মসূচি দেবো।’

সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. মনিরুজ্জামান সাক্ষাৎ করতে এলে বিএনপির চেয়ারপারসন এ কথা জানান।

পাঁচ সিটিতে বিএনপি ও ১৮ দলীয় জোট ঐক্য সৃষ্টি করেছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘সিটি নির্বাচনে আমরা এবার ৫-০ তে হারিয়েছি, আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে আরও বেশি গোলে হারতে হবে।’

মেয়রদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করবেন, আমরা দেশে ব্যাপক পরিবর্তন আনবো। দুর্নীতি, দ্রারিদ্র বিমোচনের মাধ্যমে পরির্বতন আনবো, দেশের চেহারা পাল্টে দেবো।’

দেশে কোনো জঙ্গিবাদের স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমন করেছে বিএনপি আর জঙ্গিবাদ সৃষ্টি করে লালন-পালন করেছে আওয়ামী লীগ।’