শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > গাজীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনকের জন্মশত বার্ষিকী পালন

গাজীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনকের জন্মশত বার্ষিকী পালন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ভোরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ এবং কেক কাটা হয়। গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, অধ্যাপক এনামুল হক, ক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাংবাদিক রুহুল আমিন, রাহিম সরকার, মোঃ নজরুল ইসলাম আজহার, হাসমত আলী, মীর ফারুক প্রমুখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে বিভিন্ন মাদ্রাসার ৫শত ছাত্রের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এসময় অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক সদস্য মীর ওসমান গণি কাজল, গাজীপুরস্থ জামালপুর সমিতির সভাপতি হাফিজুল ইসলাম মুন্না, মহানগর কৃষকলীগের যুগ্ম সম্পাদক মোঃ লিটন মোল্লা, গাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

এছাড়া গাজীপুর জেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আখতারউজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমদ। অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ধান গবেষণা, কৃষি গবেষণাসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন নানা আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।