শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > দ. কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত আরও ২৭৭

দ. কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত আরও ২৭৭

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ একটি কল সেন্টারের কয়েকশ স্টাফের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেছে। চলতি সপ্তাহে ওই কল সেন্টারে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে আরও ২৭৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৩৫। কিন্তু বুধবার আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে আরও ৮ জন। ফলে এ পর্যন্ত এই ভাইরাসে ৬১ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে ৫২ জনই সিওলের। তবে এদের মধ্যে কতজন সরাসরি ওই কল সেন্টারের সঙ্গে সম্পৃক্ত তা জানায়নি কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ২৮৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে করোনাভাইরাসে আক্রান্ত ৫৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। এরপরই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। চীনের পর এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়।

বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে ১ লাখ ১৯ হাজার ১৮৪ জন আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৪ হাজার ২৯৮ জন। এই ভাইরাসে আক্রান্ত ৬৬ হাজার ৬১৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

চীনের বাইরে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। সেখানে এখন পর্যন্ত ১০ হাজার ১৪৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৬৩১ জন। অপরদিকে, মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও এই ভাইরাসের প্রকোপ দ্রুত ছড়িয়ে পড়েছে। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪২ এবং মারা গেছে ২৯১ জন।