শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > লাইফস্টাইল > ক্যান্সার চিকিৎসায় ব্যবহার হবে সোনা!

ক্যান্সার চিকিৎসায় ব্যবহার হবে সোনা!

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক॥: স্বর্ণ। মূল্যবান এই ধাতুটির বহুল ব্যবহার থাকলেও অলংকার নির্মাণেই বেশি দেখা যায়। তবে অবাক করা খবরটি হলো চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় সোনার ব্যবহার বাড়ছে।

তেমনই খবর, দুরারোগ্য ব্যাধি ক্যান্সার শনাক্ত করার আধুনিক এক প্রযুক্তি হলো কোয়ান্টাম উট দিয়ে ক্যান্সার কোষ অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান করা।

বিজ্ঞানীরা সম্প্রতি ক্যান্সার কোষ শনাক্ত করার এমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন যা সম্পূর্ণ নিরাপদ এবং অনেক বেশি কার্যকর। আর সেটি হলো স্বর্ণধূলি দিয়ে পরীক্ষা। এ ধূলি ক্যান্সার কোষের গায়ে জড়িয়ে উজ্জ্বল আভায় উদ্ভাসিত হয়। যার ফলে বিজ্ঞানীরা অতি সহজে ক্যান্সার কোষ চিহ্নিত করতে পারেন।

যারা এই অসম্ভবকে সম্ভব করতে চলেছেন তারা দু’জনে সম্পর্কে পিতা-পুত্র। পিতা ড. মোস্তফা আল সাইয়েদ জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং পুত্র আইভান আল সাইয়েদ সানফ্রান্সিসকো মেডিক্যাল সেন্টারের গবেষক।