বৃহস্পতিবার , ১৪ই নভেম্বর, ২০২৪ , ২৯শে কার্তিক, ১৪৩১ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > ডিজিটালাইজেশনে ক্যাবল অপারেটরদের সময় এক বছর

ডিজিটালাইজেশনে ক্যাবল অপারেটরদের সময় এক বছর

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
সিস্টেম ডিজিটালাইজড করার জন্য ক্যাবল অপারেটরদের এক বছর সময়ে বেধে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

রোববার সচিবালয় ক্যাবল সংযোগে ডিজিটালাইজেশন নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান। এই সময়ের মধ্যে যারা ডিজিটালাইজড করবে না তাদের বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলেও জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশে ৩৪টি টেলিভিশন চ্যানেল সম্প্রচারে আছে। সরকারের পক্ষ থেকে ৪৫টি চ্যানেলের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া অনেকগুলো কমিউনিটি ও ২২টি এফএম রেডিও’র লাইসেন্স দেয়া আছে। সম্প্রচারে আছে এক ডজনের বেশি এফএম রেডিও। গত ১১ বছরে এই ব্যাপক বিকাশ ঘটেছে।’

মন্ত্রী বলেন, ‘এটির পাশাপাশি সম্প্রচারের ক্ষেত্রে বিশেষ করে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে যে শৃঙ্খলাটি দরকার ছিল, ডিজিটালাইজড হওয়া প্রয়োজন ছিল, সেটি হয়নি।’

‘আপনারা জানেন সম্প্রচারের ক্ষেত্রে ব্যাপক বিশৃঙ্খলা বিরাজমান ছিল, ক্যাবল অপারেটরা তাদের ইচ্ছা মতো টেলিভিশনের সিরিয়াল ঠিক করতেন। আমরা সেখানে একটি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।’

হাছান মাহমুদ বলেন, ‘ডিজিটালাইজড সম্প্রচারের জন্য আমরা ক্যাবল অপারেটরদের সঙ্গে কয়েক দফা বসেছি, তাদের আমরা আহ্বান জানিয়েছিলাম। তারা বলেছিলেন, ঢাকা ও চট্টগ্রামে গত বছরের ডিসেম্বরের মধ্যে ক্যাবল অপারেটিং সিস্টেম ডিজিটালাইজড করা সম্ভব হবে। কিন্তু তারা সেটি করতে পারেনি।’

ভারতে ক্যাবল অপারেটিং সিস্টেম ডিজিটালাইজড করা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের বেশিভাগ ক্ষেত্রেই ডিজিটালাইজড হয়ে গেছে, কিন্তু ক্যাবল অপারেটিং সিস্টেম ডিজিটালাইজড হয়নি। আমি মনে করি এটির ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হচ্ছে মানসিকতার অভাব।’

‘আমরা যখন ক্যাবল অপারেটরদের সঙ্গে কথা বলেছি, তারা নানা সমস্যার কথা বলেছেন আমরা ধৈর্য সহকারে সেই সব সমস্যার কথা শুনেছি। তারাই যেটি করতে পারবেন বলে বলেছিলেন সেটি তারা করতে পারেননি।’

তিনি বলেন, ‘তাই আমরা এখন ঠিক করেছি, আমরা একটি সময় নির্ধারণ করে দেব। এই সময়ের মধ্যে ক্যাবল অপারেটরদের অবশ্যই ক্যাবল অপারেটিংয়ের কাজ করতে হবে।’

ডিজিটালাইজেশনের জন্য কতদিন সময় বেধে দেয়া হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সময়টা আমরা আলোচনা করেই ঠিক করব। আমার মনে হয় সারাদেশে ডিজিটালাইজড করার জন্য এক বছরের বেশি সময় কোনোভাবেই দেয়া উচিত নয়।’

মন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ এক বছর সময়, ঢাকা ও চট্টগ্রামে এর আগেই করতে হবে। সেটি কয়েক মাসের মধ্যে করা সম্ভব।’