শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > মাগুরায় ৭দিন ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্পের মেলা শুরু

মাগুরায় ৭দিন ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্পের মেলা শুরু

শেয়ার করুন

ইমরুল হক
জেলা প্রতিনিধি ॥
মাগুরা: মাগুরায় শনিবার থেকে কালেক্টরেট প্রাঙ্গণে শুরু হয়েছে ৭দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা।

সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন উপলক্ষে মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে ফিরে আসে।

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, ঢাকা এসএমই ফাউন্ডেশনের এজিএম মুহাম্মদ মোরশেদ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা বিসিক কর্মকর্তা আবদুস সালামসহ আরো অনেকে। মেলায় ৫০টি স্টলে আঞ্চলিক ভাবে উৎপাদিত বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের নানা পণ্য বিক্রয় ও প্রদর্শনির আয়োজন করা হয়েছে।

আয়োজক কমিটির সাথে কথা বলে জানা যায়, উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার প্রসার ও বিক্রয়ের জন্য ক্রেতা বিক্রেতার মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে ব্যবসায়িক প্রতিনিধিসহ সকল স্টক হোল্ডার সম্পৃক্ত করা হয়েছে।