কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সকালে কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের প্রভাষক রিনা পারভিনের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ কাউছার আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রভাষক আকলিমা খাতুন, মোহাম্মদ জাকির হোসেন, মোসাম্মৎ হালিমা খাতুন, মরিয়ম বেগম, বেলী নাদিরা খাতুন, স্বপ্না মারিয়া পিওরিফিকেশন, শিক্ষার্থী আলেয়া খাতুন, এনামুল হক, নাজনিন আক্তার, সুলতানা রুমা, শাহানাজ বেগম, তানজনা খাতুন প্রমুখ।
পরে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। আগের দিন শুক্রবার সকালে কলেজে অস্থায়ী নির্মিত শহীদ মিনারে শিক্ষক শিক্ষার্থীবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।