শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে ওয়াশিং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে ওয়াশিং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ট্রিটমেন্ট প্লান্ট ছাড়া কারখানা পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে গাজীপুর সিটি করপোরেশনের সুরাবাড়ী এলাকার একটি ওয়াশিং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তর গাজীপুর এর রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় কাশিমপুরের সুরাবারি এলাকায় পরিবেশ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে মার্ক সোয়েটার লিমিটেডকে ইটিপি ছাড়া ওয়াশিং কার্যক্রম পরিচালনা করে পরিবেশ দূষণ করায় ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং অবিলম্বে ইটিপি সম্পন্ন করে কারখানার কার্যক্রম পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর গাজীপুর এর রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন এবং আনসার ব্যাটালিয়ন গাজীপুর এর সদস্যগন উপস্থিত ছিলেন।