স্পোর্টস ডেস্ক ॥ প্রথম টেস্টে ঐতিহাসিক ড্রয়ের পর দ্বিতীয় টেস্টেও উজ্জীবিত ভারত চমৎকার সূচনা করেছে। তবে ১ উইকেটে ১৮১ রান সংগ্রহ করা ভারতের প্রথম ইনিংসটি আলোক স্বল্পতার জন্য চা বিরতীর সামান্য পরেই শেষ হয়।
ডারবানে টস জিতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসের শেষ পদার্পন ঘটে ছিল এই টেস্টে। ঐতিহ্যগতভাবে ডারবান ফাস্ট বোলারদের স্বর্গরাজ্য বলে বিবেচিত হলেও এদিন হতাশ করেন স্বাগতিক পেসাররা। দুই ওপেনার শিখর ধাওয়ান ও মুরালি বিজয় আস্থার সঙ্গে ইনিংসের সূচনা করেন। উদ্বোধনী জুটিতে ৪১ রান সংগ্রহের পর বাঁহাতি ধাওয়ান ৪৯ বলের মোকাবেলায় ৪ বাউন্ডারিতে ২৯ রান করে মরনে মরকেলের বলে আলভিরো পিটারসেনের তালুবন্দী হয়ে ফিরে যান।
এরপরই শুরু হয় বিজয় ও চেতেশ্বর পুজারার সাহসী সংগ্রাম। চমৎকারভাবে প্রোটিয়া আক্রমণ সামাল দিয়ে এই জুটি অবিচ্ছিন্ন থেকে ১৪০ রান যোগ করেন দলীয় সংগ্রহে। দক্ষিণ আফ্রিকানদের শর্ট পিচড বলে মাঝে মাঝে কিছুটা বিব্রত হলেও উইকেট বিসর্জন দেননি এই দুই ব্যাটসম্যান। দিনের খেলা অপ্রত্যাশিতভাবে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা আগে শেষ হলে ১ উইকেটে ১৮১ রানের প্রতিশ্রুতিশীল ইনিংস সঙ্গী করে সাজঘরে ফেরেন এই দুজন।
মুরালি বিজয় অসামান্য দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করে ২০১ বলের মোকাবেলায় ১৭ বাউন্ডারিতে ৯১ রানের ঝলমলে এক ইনিংস উপহার দেন দলকে। আর অনেকটাই আস্থার প্রতীকে পরিনত হওয়া চেতেশ্বর পুজারা ১১৭ বলের মোকাবেলায় ৭ বাউন্ডারিতে ৫৮ রান করে দিন শেষ করেন। এই দুই ব্যাটসম্যান শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে দলকে বড় সংগ্রহই এনে দেবেন বলে ধারণা করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ইনিংসের একমাত্র উইকেটটি নেন মরনে মরকেল। তিনি ২৬ রান খরচ করেন এ জন্য।
সংক্ষিপ্ত স্কোর: ভারত প্রথম ইনিংস ১৮১/১ (বিজয় ব্যাটিং ৯১, পুজারা ব্যাটিং ৫৮, ধাওয়ান ২৯, মরকেল ১/২৬)