স্পোর্টস ডেস্ক ॥ সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরার ২০১৩ সালে টেনিস কোর্টে একটি দুঃস্বপ্নের বছর পাড়ি দিলেও শেষ প্রান্তে এসে সুখবর পেয়েছেন। ২০১৪ সালে আবারো বাবা হতে যাচ্ছেন এ সুইস তারকাটি।
বুধবার এই সুসংবাদটি নিশ্চিত করেন ৩২ বছর বয়সী ফেদেরার নিজেই। এক টুইটার বার্তায় তিনি জানান, স্ত্রী মির্কা এবং তিনি আগামী বছরেই আরেকটি সন্তান আশা করছেন। ফলে তার জমজ দুই কন্যা সন্তান এখন বড় বোন হতে যাচ্ছে। এই খবরটি জানাতে গিয়ে নিজের উচ্ছ্বাস আর চেপে রাখতে পারেননি ১৭ গ্র্যান্ড স্লাম শিরোপার মালিকটি।
উল্লেখ্য ২০০৯ সালের জুলাই মাসে তার জমজ কন্যা সন্তান চার্লিন ও মায়লা জম্মগ্রহণ করে। ফেদেরারের এজেন্ট টনি গডসিক-ও অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এই তথ্য নিশ্চিত করেন। ফেদেরারের টুইটার অ্যাকাউন্টকেও বৈধ বলে স্বীকৃতি দেন তিনি।