শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > চোরাই মালসহ আন্তঃ জেলা চোর চক্রের সদস্য আটক

চোরাই মালসহ আন্তঃ জেলা চোর চক্রের সদস্য আটক

শেয়ার করুন

ইমরুল হক
জেলা প্রতিনিধি ॥
মাগুরা: চুরি যাওয়া বিভিন্ন মালামালসহ আন্তঃ জেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে মাগুরা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে মাগুরা সদর থানা পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৮জানুয়ারি সদর উপজেলার সাইত্রিশ বাজারে একটি মুঠোফোনে সার্ভিসিং সেন্টারে চুরি হয়। সেই অভিযোগে হওয়া মামলার প্রেক্ষিতে ঝিনাইদহ সদর উপজেলার অগ্নিবীণা সড়কের আকাশ শেখ, একই উপজেলার গোপালপুর গ্রামের আনিস, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নাজমুল শাহ ও মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের সোহেল রানা নামে চার জনকে আটক করা হয়েছে।

তাদের কাছ থেকে ১২টি মুঠোফোন, টেলিভিশনের দুটি মনিটর ও একটি ডিএসএলআর ক্যামেরাসহ চুরি যাওয়া বিভিন্ন পন্য উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজন চোরদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে। সঙ্গবদ্ধ চক্রটি মাগুরাসহ আশপাশের জেলায় এ ধরনের কর্মকান্ডে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।