শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > কবে অবসরে যাচ্ছেন ধোনি জানলেন শাস্ত্রী

কবে অবসরে যাচ্ছেন ধোনি জানলেন শাস্ত্রী

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
বিরাট কোহলির অধীনে ভারতীয় ক্রিকেট দল যখন মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, তখন দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কবে অবসরে যাচ্ছেন সে বিষয়ে সোরগোল চলছে।

ধোনি কেন অবসরে যাচ্ছেন না? প্রশ্ন ছুড়ে তাকে নিয়ে ট্রল করা হচ্ছে ভারতের সোশ্যাল মিডিয়ায়।

‘ধাক্কা মেরে বের করে না দেয়া পর্যন্ত অবসরে যাবেন না ধোনি’ এমন আপত্তিকর মন্তব্য করা হচ্ছে সেখানে।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ধোনি। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এই প্রথম চুক্তি থেকে বাদ পড়লেন তিনি।

এর পরও অবসর নেয়ার কোনো ঘোষণা দেননি ধোনি। তিনি আদৌ আর জাতীয় দলে খেলবেন কিনা সেটি নিয়েও অনিশ্চিয়তা কাটছে না।

এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা জানতে চাইছেন– ধোনি কী জাতীয় দলে আছেন নাকি নেই?

এমন পরিস্থিতিতে ধোনির অবসর নিয়ে মুখ খুললেন ভারত দলের কোচ রবি শাস্ত্রী।

২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরই ধোনি অবসরে যাবেন বলে ইঙ্গিত দিয়েছেন শাস্ত্রী।

সম্প্রতি স্পোর্টস্টার-কে দেয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘আইপিএল আসছে৷ তার পর জানা যাবে ধোনির ভবিষ্যৎ৷ নিজের ক্রিকেট নিয়ে ধোনি ভীষণ সৎ। দলে নিজের জায়গা ধরে রাখার মতো লোক নন তিনি৷ টেস্ট থেকে অবসর নেয়ার সময়েও ১০০ টেস্ট খেলার কথা একবারও ভাবেনি৷ তা হলে ধোনির অবসর নিয়ে এত নেতিবাচক মন্তব্য কেন আসছে তা বুঝতে পারছি না। আমার ধারণা, আইপিএলের পর ধোনি এ বিষয়ে কিছু একটা জানাবে।’

শাস্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত আইপিএলের জন্য ধোনি নিজেকে তৈরি করছেন৷ তিনি অবশ্যই আইপিএল খেলবেন৷ তারপরই তিনি ব্যাট-বল থেকে নিজেকে সরিয়ে নেবেন৷’

রবি শাস্ত্রীর কথা ধরলে আইপিএলের পরেই ব্যাট ও প্যাড তুলে রাখবেন মহেন্দ্র সিং ধোনি৷

কিন্তু ভারতীয় কোচের সেই বক্তব্যকে আমলে নিচ্ছেন না বিশ্লেষক ও সমর্থকরা।

কারণ দ্বিতীয় মেয়াদে টিম ইন্ডিয়ার প্রধান কোচ হওয়ার পর ধোনির অবসর নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন শাস্ত্রী৷ যার কোনোটিই সঠিক হয়নি।

সে সময় শাস্ত্রী বলেছিলেন, খুব শিগগিরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ধোনি। পরে দেখা যায়, শাস্ত্রীর কথাকে ভুল প্রমাণ করে নিজের অবসর সম্পর্কে চুপ থেকেছেন ধোনি৷

কিন্তু ধোনির অবসর নিয়ে শাস্ত্রীর ফের এমন বক্তব্যে এখন যে প্রশ্ন উঁকি দিচ্ছে, সমর্থকদের মনে তা হলো– তবে কি ধোনিকে ছাড়াই চলতি বছর টি-২০ বিশ্বকাপ খেলবে ভারত?