সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের উচ্চ শিক্ষাবৃত্তি কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের উচ্চ শিক্ষাবৃত্তি কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

শেয়ার করুন

মনির হোসেন মানিক
স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক উচ্চতর শিক্ষা বৃত্তি কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বৃত্তি প্রদান অনুষ্ঠান সফল করার লক্ষে মহানগরের জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন ২৬নং ওয়ার্ড কমিটির উদ্যোগে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তিতুমীর ইসলাম, মহানগর মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনা, ২৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খোকন, জাহাঙ্গীর আলম খোকনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের ২৬নং ওয়ার্ড আহ্বায়ক মোঃ আহসান হাবিব।

জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ২৪ জানুযারি বৃত্তি প্রদান অনুষ্ঠান সফল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা হয়।

সভায় মাননীয় মেয়র ও অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড মোঃ জাহাঙ্গীর আলম মহোদয়ের শিক্ষা নিয়ে তাঁর ভাবনা এবং আগামীর প্রজন্মের জন্য তাঁর প্রচেষ্টার উপর বিশেষ আলোচনা করা হয়। ২৪ জানুয়ারি বৃত্তি প্রদান অনুষ্ঠান গাজীপুরের শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হবে বলে মতবিনিময় সভায় আশা পোষণ করা হয়।