শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > হ্যামিল্টনেও জয়ের পথে কিউইরা

হ্যামিল্টনেও জয়ের পথে কিউইরা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ব্যর্থতার বৃত্ত থেকে বেড়িয়েই আসতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ।বাজেভাবে টেস্ট সিরিজ হারের ক্ষত নিয়ে ভারত থেকে নিউজিল্যান্ডে উড়ে গিয়েছিল স্যামির দল।আর সেখানে গিয়েও প্রতিরোধ গড়তে ব্যর্থ তারা।প্রথম টেস্টে বৃষ্টির কল্যাণে বেঁচে গেলেও সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের কাছে নাস্তানাবুদ হয় চন্দরপলরা।ওয়েলিংটনে তিন দিনেই টেস্ট হারে ইনিংস ও ৭৩ রানের ব্যবধানে।আর সিরিজের শেষ টেস্টেও একই অবস্থা।তিনদিন যেতে না যেতেই ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে কিউইরা।তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ১০৩ রানে গুটিয়ে দিয়েছে তারা।১২২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বিনা উইকেটে ৬ রান তুলে আজ তৃতীয় দিন শেষ করেছে ম্যাককালামের দল।

হ্যামিল্টনে আজ পুরো দিনেই রাজত্ব করেছে বোলাররা।এদিন মোট ১৭ উইকেট পড়েছে।প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৫৬ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড।দিনের শুরুটা খারাপ না হলেও ৪৩ রানের ব্যবধানে শেষ চার ৪ উইকেট হারালে মাত্র ৩৪৯ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন রস টেইলর।ক্যারিয়ারের ১১তম শতক হাঁকিয়ে ১৩১ রানে আউট হন তিনি।১৬ চারা ও ২ ছয়ে সাজানো ছিল তার ইনিংসটি।এছাড়াও ৩৯ রান আসে কেরি এন্ডারসনের ব্যাট থেকে।৯১ রানে ৬ উইকেট শিকার করেন সুনীল নারিন।

১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ।তবে কিউই পেসের সামনে একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেনি উইন্ডিজ ব্যাটাররা।বোল্ট,সাউদি ও ওয়াগনার তোপে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস।৭ উইন্ডিজ ব্যাটার দু অঙ্কের ঘরে পৌছতে ব্যর্থ হন।দলীয় সর্বোচ্চ ২৪ রান আসে স্যামির ব্যাট থেকে।বাহাতি কিউই পেসার বোল্ট ১০ ওভার বল করে ৪ মেডেনসহ মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।এছাড়াও সাউদি ১২ রানে ৩ এবং ওয়াগনার ৩৪ রানে ২ উইকেট নেন।

দিনের শেষভাগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ।২ ওভার ব্যাটিং করে কোন উইকেট না হারিয়ে ৬ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা।চতুর্থদিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের লাগবে আর মাত্র ১১৬ রান।হাতে আছে আছে পুরো ১০ উইকেট।ফুলটন ৪ ও রাদারফোর্ড ০ রান নিয়ে আগামীকাল দিনের খেলা শুরু করবেন।