বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নিউইয়র্কস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাডে ইস্যুতে এবার জাতিসংঘের শরনাপন্ন হয়েছে ভারত। তার মর্যাদা নিশ্চিত করতে শুক্রবার জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে দেশটি।
এতে দেবযানীকে ভারতের জাতিসংঘ মিশনের স্থায়ী সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানানো হয়। জাতিসংঘের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
মুলত দেবযানীকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারত যুক্তরাষ্ট্র সরকারের কাছে ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা ও মামলা প্রত্যাহারের দাবি জানায়। কিন্তু মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ সে দাবি প্রত্যাখান করে জানান, যুক্তরাষ্ট্রের নিজস্ব আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার কুটনৈতিক সম্পর্ক আরো খারাপ হতে থাকে।
উল্লেখ্য, ভিসা আবেদনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে গত সপ্তাহে নিউইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে গ্রেপ্তার ও মুচলেকা গ্রহণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ভারত সরকার। এ ঘটনায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দুঃখ প্রকাশ করেন।