শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > টাইফুন ‘ফ্যানফোনে’ ডুবে গেছে ফিলিপাইনের মধ্যাঞ্চল

টাইফুন ‘ফ্যানফোনে’ ডুবে গেছে ফিলিপাইনের মধ্যাঞ্চল

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
ফিলিপাইনে প্রবল বেগে আঘাত হেনেছে টাইফুন ‘ফ্যানফোন’। ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

ক্রিসমাসের দিন টাইফুনে ডুবে যায় ফিলিপাইনের মধ্যাঞ্চল। সঙ্গে রয়েছে ভূমিধস। ঝড়-প্রবণ অঞ্চলে ঘরবাড়ি এবং গাছপালা ধ্বংস হয়ে গেছে এবং বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে পড়েছে শহরগুলো।

দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ১০ হাজারেরও বেশি মানুষকে স্কুল, জিম এবং সরকারি ভবনে সরিয়ে নেয়া হয়েছে। ফেরি পরিষেবা বন্ধ থাকায় আটকা পড়েছেন হাজারও পর্যটক। বেশ কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়।

পুলিশ জানিয়েছে, গাছপালা উপড়ে অনেক শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, যার মধ্যে রয়েছে জনপ্রিয় পর্যটন রিসোর্ট বোরাকে। অনেক মানুষ বন্যার পানিতে ঘরের মধ্যে আটকা পড়েছেন।

ফিলিপাইন প্যাসিফিক ঘূর্ণিঝড় বেল্টের প্রধান একটি অঞ্চল। প্রতি বছর গড়ে ২০টি ঝড় এবং টাইফুন আঘাত হানে দেশটিতে। ম্যানিলাভিত্তিক এশীয় উন্নয়ন ব্যাংকের একটি গবেষণায় দেখা গেছে, ঝড়ের কারণে ফিলিপাইনের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক কমে যায়।