শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ইরাকে আবারও শক্তিশালী হচ্ছে আইএস

ইরাকে আবারও শক্তিশালী হচ্ছে আইএস

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইরাকে আবারও শক্তিশালী হয়ে উঠছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গিরা আবারও সুসংগঠিত হচ্ছে এমনটাই ইঙ্গিত মিলছে।

দু’বছর আগে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ হারানো জঙ্গিরা নিজেদের আরও শক্তিশালী করে গড়ে তুলছে। কুর্দি এবং পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ইরাকে আইএসের অস্তিত্ব বাস্তবধর্মী অভ্যুত্থান এবং আইএসের হামলাও বৃদ্ধি পাচ্ছে।

কুর্দি সন্ত্রাসবিরোধী শীর্ষ কর্মকর্তা লাহুর তালাবানি বলছেন, আইএস জঙ্গিরা এখন আল কায়েদার চেয়েও অনেক বেশি দ্ক্ষ এবং আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, তাদের অনেক উন্নত প্রযুক্তি, উন্নত কৌশল এবং প্রচুর অর্থ রয়েছে। তাদের যানবাহন, অস্ত্র, খাবার এবং সরঞ্জাম কেনার সামর্থ্য রয়েছে। প্রযুক্তির বিষয়েও তারা খুব সচেতন। তাদেরকে হারানো এখন বেশ কঠিন। তারা অনেকটাই আল কায়েদার মতো।

ওই কর্মকর্তা বলেন, আমরা দেখতে পাচ্ছি যে, তাদের কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। আমরা মনে করছি পুনর্নিমাণের পর্ব শেষ হয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, ইরাকের রাজধানী বাগদাদে চলমান অস্থিরতার সুযোগে আরও শক্তিশালী হয়ে উঠছে আইএস।