শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ায় নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা

কাপাসিয়ায় নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা

শেয়ার করুন

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কাপাসিয়ায় বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জয়িতাদের সংবর্ধনা আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪ জন সফল নারী নেত্রীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।

আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতারের সভাপতিত্বে ও ব্রাকের গাজীপুর জেলা প্রোগ্রাম ম্যানেজার সামসুন্নাহারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান প্রমুখ। জয়িতারা হলেন জহুরা বেগম, জেছনা বেগম ও সুফিয়া বেগম।