স্পোর্টস ডেস্ক ॥
আর্সেনালের ভক্ত-সমর্থকরা হয়তো আশাই ছেড়ে দিয়েছিলেন যে, চলতি বছর আর কোনো ম্যাচ জিতবে তাদের পছন্দের দল। গত ২৫ অক্টোবরের পর থেকে প্রায় দুই মাসের মধ্যে কোনো ম্যাচ জেতেনি আর্সেনাল।
এসময়ের মধ্যে খেলা ৯ ম্যাচে তারা হেরেছে ৪টিতে, ড্র হয়েছে বাকি ৫ ম্যাচ। অবশেষে প্রায় ২ মাস ও ৯ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ধুঁকতে থাকা দলটি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে তারা হারিয়েছে ৩-১ গোলে।
জয় পেলেও প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রায় ৬০ মিনিট পর্যন্ত বেশ চাপেই ছিলো আর্সেনাল। প্রথমার্ধের ৩৮ মিনিটে গোল করে এগিয়েও গিয়েছিল ওয়েস্ট হ্যাম। দলের পক্ষে গোলটি করেছিলেন অ্যাঞ্জেলো অগবন্না।
তবে দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের পর ৯ মিনিটের জাদুকরী খেলায় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। ম্যাচের ৬০ মিনিটের মাথায় তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলের গোল সমতায় ফেলে গানাররা।
এর মিনিট ছয়েক পরেই দলকে এগিয়ে দেন নিকোলাস পেপে। আর ৬৯ মিনিটের সময় ওয়েস্ট হ্যামের জালে শেষ পেরেকটি ঠুকে দেন পিয়েরে এমেরিক আউবেমায়েং। আর্সেনাল পেয়ে যায় ৩-১ গোলের জয়।
এ জয়ের পরেও অবশ্য পয়েন্ট টেবিলে খুব একটা সুবিধা করতে পারেনি আর্সেনাল। তবে ১৬ ম্যাচে পাঁচ জয় ও সাত ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে তারা। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষেই রয়েছে লিভারপুল।