শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ৪০ বছর সন্তানকে খাঁচায় আটকে রেখেছেন মা!

৪০ বছর সন্তানকে খাঁচায় আটকে রেখেছেন মা!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সন্তানকে ছোট্ট একটি খাঁচার ভেতরে আটকে রেখেছেন মা, তাও আবার টানা ৪০ বছর ধরে! অবিশ্বাস্য হলেও নির্মম সত্য এই ঘটনাটি ঘটেছে চীনের হেনান প্রদেশের জিংসু শহরে।

কিন্তু মায়ের এতটা নিষ্ঠুর হওয়ার কারণ কী? এই প্রশ্নের উত্তরে উঠে এসেছে করুণ এক কাহিনী। মাত্র ছয় বছর বয়সে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন পিং উইগিং। তখনই মাথার সমস্যা দেখা দেয় তার, শুরু হয় পাগলামি। আর যত না পাগলামির লক্ষণ প্রকট হতে থাকে, জীবনও ততই অভিশপ্ত হয়ে উঠতে থাকে। ছেলের এই অসুস্থতায় চোখে অন্ধকার দেখতে শুরু করেন মা ওয়ামি।

নিজের টাকা-পয়সা, সহায়-সম্পদ সমস্ত কিছু বিক্রি করে দিয়েও ছেলেকে সুস্থ করে তুলতে ব্যর্থ হন তিনি, সুস্থ হয়ে ওঠার বদলে বরং দিনকে দিন ছেলের পাগলামি আরো বাড়তে থাকে। মায়ের ভয় ছিল ছেলে হয়তো যেকোনো সময় কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসতে পারে কিংবা করতে পারে আত্মহত্যাও! ছেলেকে হারাতে চাননি তিনি। তাই ছেলের জন্য দুশ্চিন্তায় পাগলপ্রায় মা নিরুপায় হয়েই শেষ পর্যন্ত ছেলেকে খাঁচায় আটকে রাখার সিদ্ধান্ত নেন। ৪০ বছর ধরে খাঁচায় আটকে থাকা পিং উইগিং-এর বয়স এখন ৪৮। সূত্র: ডেইলি মেইল।