স্পোর্টস ডেস্ক ॥
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ইউসিএলের শিরোপা জিততে লিভারপুলের হয়ে বড় ভূমিকা রেখেছিলেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। লিভারপুলের কোচ জার্গেন ক্লপের মতে, এবারের ব্যালন ডি অর’টাও ফন ডাইকেরই জেতা উচিৎ।
তবে ফন ডাইকের ব্যালন ডি অর জেতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সবশেষ মৌসুমটা দারুণ কেটেছে মেসির। ব্যক্তিগত পারফরম্যান্সে অন্য সবাইকে পেছনে ফেলেছেন যোজন যোজন দুরত্বে। যার ফলে এবারের ব্যালন ডি অরের জন্য শক্ত দাবিদার তিনি।
তবে এসব নিয়ে ভাবতে রাজি নন লিভারপুল কোচ। তার মতে, মেসি চলতি প্রজন্মের সেরা খেলোয়াড় হলেও, ব্যালন ডি অরটা ডাইকেরই পাওয়া উচিৎ। নিজের এমন ভাবনার ব্যাপারে ব্যাখ্যাও দিয়েছেন ক্লপ।
তিনি বলেন, ‘আপনি যদি প্রজন্মের সেরা খেলোয়াড়কে ব্যালন ডি অর দিতে চান, তাহলে অবশ্যই মেসিকে দিতে হবে। কারণ সেই বর্তমান প্রজন্মের সেরা খেলোয়াড়। তবে আপনি যদি মৌসুমের সেরা খেলোয়াড়কে দিতে চান, তাহলে এটা অবশ্য ফন ডাইক। আমি জানি না পুরষ্কারটা কীভাবে দেয়া হবে। তবে আমার এটাই মনে হয়।
এসময় মেসিকে বর্তমান খেলোয়াড়দের মধ্যে সেরা মেনে নিতেও দ্বিধাবোধ করেননি ক্লপ। তিনি বলেন, ‘সবার চেয়ে সেরা খেলোয়াড়? এটা অবশ্যই মেসি। তবে গত মৌসুমের সেরা খেলোয়াড়? এটা ভার্জিল ফন ডাইক। আমরা অপেক্ষা করবো (ব্যালন ডি অরে) কী হয় দেখার জন্য।’