শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > গাজীপুরে এশিয়া প্যাসিফিক স্কাউট অঞ্চলের ওয়ার্কশপ শুরু

গাজীপুরে এশিয়া প্যাসিফিক স্কাউট অঞ্চলের ওয়ার্কশপ শুরু

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চারদিন ব্যাপী ‘এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ওয়ার্কশপ অন এডাল্টস ইন স্কাউটিং’। বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় বিশ্ব স্কাউট সংস্থার এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট সাপোর্ট সেন্টারের সহায়তায় শুরু হওয়া ওয়ার্কশপে ভুটান, ভারত, ইন্দোনেশিয়া, মালেশিয়া, নেপাল, ভিয়েতনাম, সিংগাপুর, হংকং, জাপান, মালদ্বীপের ২১জন এবং বাংলাদেশের ৩৭জনসহ মোট ৫৮ জন স্কাউট কর্মকর্তা অংশগ্রহণ করছেন। বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (অ্যাডাল্ট ইন স্কাউটিং) স্কাউটার ফেরদৌস আহমেদ ওয়ার্কশপ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। রিসোর্স পার্সন ও ফ্যাসিলিটেটর হিসেবে এশিয়া প্যাসিফিক স্কাউট সাপোর্ট সেন্টারের পরিচালক, এপিআর অ্যাডাল্টস ইন স্কাউটিং কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার, জাতীয় উপ কমিশনারসহ ২৫জন দায়িত্ব পালন করছেন। ওয়ার্কশপে এডাল্টস ইন স্কাউটিং পলিসি, এডাল্ট লাইফ সাইকেল, এডাল্টস ইন স্কাউটিং, ন্যাশনাল স্কাউট অরগানাইজেশন চ্যালেঞ্জেস, এডাল্টস ইন স্কাউটিং সাপোর্ট টু ইয়ুথ প্রোগ্রাম পলিসি এন্ড ইয়ুথ ইনভলভমেন্ট পলিসি, সেভ ফরম হার্ম এবং ওয়াল্ড অরগানাইজেশন অব স্কাউটস মুভমেন্ট এর কোড অব কন্ডাক্ট ইত্যাদি বিষয়ে সেশন পরিচালিত হবে।

আজ শনিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ার্কশপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো: মোজাম্মেল হক খান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কশপ পরিচালক ফেরদৌস আহমদ, সংগঠনের নির্বাহী পরিচালক আরশাদুল মুকাদ্দিস। ১৯ নভেম্বর ওয়ার্কশপ শেষ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্কাউটস উপ-পরিচালক মশিউর রহমান।