রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আমরা একজন প্রখ্যাত রাজনীতিবিদকে হারালাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ড. মোমেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঈন উদ্দীন খান বাদলের মৃত্যু হয়।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়া মঈন উদ্দীন খান বাদল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি ছিলেন। চট্টগ্রাম-৮ আসনের তিনবার সংসদ সদস্য ছিলেন তিনি।