শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > আফগানদের হারিয়ে অধিনায়ক পোলার্ডের শুভ সূচনা

আফগানদের হারিয়ে অধিনায়ক পোলার্ডের শুভ সূচনা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
নেতৃত্বের শুরুটা এমন হলে কোনো অধিনায়কের খারাপ লাগার কথা নয়। কাইরন পোলার্ডের ক্যাপ্টেন্সির ক্যারিয়ারের শুরুটা জয় দিয়ে স্মরণীয়ই করে রাখলেন। রস্টোন চেজের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের ওপর ভর করে আফগানিস্তানকে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে পরাজিত করল ওয়েস্ট ইন্ডিজ।

লখনৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে টস জিতে আফগানদের প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ক্যারিবীয় অধিনায়ক পোলার্ড। ক্যারিবীয় বোলারদের তোপের মুখে ৪৫.২ ওভারে আফগানিস্তান অলআউট হয়ে যায় ১৯৪ রানে।

রহমত শাহ আর ইকরাম আলিখিল হাফ সেঞ্চুরি না করলে আরও বড় লজ্জায় পড়তে হতো আফগানদের। রহমত শাহ করেন ৬১ রান এবং ইকরাম করেন ৫৮ রান। এছাড়া আসগর আফগান করেন ৩৫ রান। জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, রস্টোন চেজ নেন ২টি করে উইকেট। ।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪৬.৩ ওভারে মাত্র ৩ উইকেট বিনিময় ১৯৭ রান তুলে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়। নিশ্চিত শতরান মিস করেন রস্টোন চেজ। ৯৪ রানে আউট হন তিনি। হাফ-সেঞ্চুরি করেন শাই হোপও। তিনি অপরাজিত থাকেন ৭৭ রানে।

আফগান বোলিংয়ে পুরোপুরি নিষ্প্রভ ছিলেন অধিনায়ক রশিদ খান। ১০ ওভারে ৪৩ রান দিয়ে কোনো উইকেটই পাননি তিনি। মুজিব-উর-রহমান ছাড়া আর কেউ তেমন ভালো বোলিংই করতে পারেননি। ১০ ওভারে ৩৩ রান দিয়ে তিনি নেন ২ উইকেট।

যদিও ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২৫ রানের মধ্যে এভিন লুইস এবং হেটমায়ারের উইকেট হারিয়ে বসে। এরপর চেজকে সঙ্গে নিয়ে সাই হোপ তৃতীয় উইকেট জুটিতে ১৬৩ রান যোগ করেন। চেজ ১১টি বাউন্ডারির সাহায্যে ১১৫ বলে ৯৪ রান করে আউট হন।

এরপর নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন সাই হোপ। পুরান ১৩ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।