শুক্রবার , ১৫ই নভেম্বর, ২০২৪ , ৩০শে কার্তিক, ১৪৩১ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালিয়াকৈরে আ’লীগের দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০

কালিয়াকৈরে আ’লীগের দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০

শেয়ার করুন

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাঠালতলী গ্রাম কমিটি গঠন নিয়ে সোমবার রাতে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটেছে বলে সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ দু’গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, চলমান প্রক্রিয়ায় গঠিত হচ্ছে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন গ্রাম কমিটি। গ্রাম কমিটি গঠনে কোন ভোটিং করা হচ্ছেনা। সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করা হচ্ছে। স্থানীয় জেলা উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত থেকে তাদের ইচ্ছেতেই হয় ভাইটাল পোষ্ট নির্ধারণ। ওইদিন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী ও সিকদার জহিরুল ইসলাম জয়সহ উপজেলা, ইউনিয়নের বিভিন্ন নেতা উপস্থিত থেকে সুমন আলী নামে একজনকে সভাপতি ঘোষণা দেওয়ার পরই অপর একটি পক্ষ তার প্রতিবাদ করে বাকবিতন্ডা শুরু করে। এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ লেগে যায়।

সংঘর্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে জুয়েল, সুলতান, শহিদ ও নাবিলকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। জুয়েলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড করে ঢাকা জাতীয় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা সানোয়ার জাহান বলেন, এ বিষয়ে আমাদের জানা নেই।