চীফ রিপোর্টার ॥
গাজীপুর: তাজউদ্দীনের জন্মভূমি কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে কাপাসিয়া পুরাতন ধান বাজারে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী, এএইচএম কামরুজ্জামান স্মরণে এ আলোচনা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।