বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে আইনজীবি সোহেল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

গাজীপুরে আইনজীবি সোহেল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরের আইনজীবী ফিরোজ্জামান ওরফে সোহেল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সায়মন শাহরিয়ার ওরফে সজলকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সজল যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ জনপদের মোড় এলাকার আব্দুল রউফের ছেলে। ২০০৮ সালে আইনজীবী সোহেলকে হত্যা করা হয়।

র‌্যাব জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল জানতে পারে- মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি যাত্রীবাড়ী জনপদের মোড় এলাকায় অবস্থান করছেন। পরে ওই ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বাসায় অভিযান চালিয়ে সজলকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরো জানায়, সজল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন- ২০০৮ সালে গাজীপুরের জেলা শহরের দক্ষিণ ছায়াবিথী (সোহেলের দোকান সংলগ্ন বাড়ী) এলাকায় অবস্থানকালে সোহেলকে অন্য আসামিরা মিলে খুন করেন। পরে গ্রেফতার এড়ানোর জন্য গাজীপুর থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন। ওই মামলায় আদালত সজলকে মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।