শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > জয়দেবপুর থানায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী

জয়দেবপুর থানায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী

শেয়ার করুন

ইব্রাহিম সরকার
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯ উদ্যাপন উপলক্ষে জয়দেবপুর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের উদ্যোগে শনিবার সকাল ১১টায় আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি জয়দেবপুর থানা থেকে হোতাপাড়া বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর অ্যাডিশনাল এসপি মোহাম্মদ তোফাজ্জল হোসেন। সভায় সভাপতিত্ব করেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল গড় ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্জ সালাউদ্দিন সরকার, পিরুজালী ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল্লাহ সরকার মঞ্জু, ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান ফজলুল হক মুন্সী, ভাওয়াল গড় ইউপি সদস্য শেখ মোঃ এমদাদুল হক, এছাড়া সভায় জয়দেবপুর থানা পুলিশ ও এলাকার কমিউনিটি পুলিশিং-এর সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর অ্যাডিশনাল এসপি মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন- পুলিশ জনগনের বন্ধু, জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে পুলিশ কাজ করে যাচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে। দুর্নীতি ও মাদকের ছোবল থেকে জাতিকে রক্ষা করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি মাদক নির্মূলে থানার অফিসারদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে থানা এলাকা শতভাগ মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া মাদকের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন।