সংবাদ বিজ্ঞপ্তি ॥
গাজীপুর মহানগর ১৯নং ওয়ার্ড সালনা বাজার এলাকা থেকে রিফাত হাওলাদার নামে এক ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা।
আজ মঙ্গলবার বিকেলে র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সালনা বাজার এলাকার রাফিত জেনারেল স্টোরের সামনে অটোস্ট্যান্ড থেকে তাকে আটক করে। আটককৃত মো: রিফাত হাওলাদার (২০) গাজীপুর সদর মারিয়ালী মধ্যপাড়া এলাকার মো: আ: খালেকের পুত্র। আটকের সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ারসহ ১টি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃত রিফাত ছিনতাই কারী চক্রের সক্রিয় সদস্য। সে গাজীপুুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় সাধারণ জনগণকে মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করত।
জানা যায়, রিফাত এক চিহ্নিত ছিনতাইকারী। সে ছিনতাই সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।