শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > বিআরটিএ’র কাছে প্রাইভেটকারের তালিকা চেয়েছে দুদক

বিআরটিএ’র কাছে প্রাইভেটকারের তালিকা চেয়েছে দুদক

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কাছে প্রাইভেটকার বা জিপগাড়ির তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সূত্র জানায়, দুদকের বিশেষ তদন্ত অনুবিভাগের মহাপরিচালক আ ন ম আল ফিরোজের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বিআরটিএর চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে গত পাঁচ বছরে ২৫০০ বা তদূর্ধ্ব অশ্বশক্তি সম্পন্ন ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকার বা জিপগাড়ির রেজিস্ট্রেশন হওয়ার তালিকা চাওয়া হয়েছে।

দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, দুদকের চিঠিতে গাড়ির বিবরণ অর্থাৎ ইঞ্জিন নম্বর/চেসিস নম্বর/মডেল, আমদানির সাল, গাড়ির প্রকৃতি, রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ, গাড়ির মূল্য, ভ্যাটসহ অন্যান্য ট্যাক্স এবং গাড়ির মালিকের নাম ও ঠিকানা চাওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে এসব তথ্য চাওয়া হয়েছে।