শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রেলের ঝুঁকিপূর্ণ পয়েন্ট সহস্রাধিক

রেলের ঝুঁকিপূর্ণ পয়েন্ট সহস্রাধিক

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ রেলওয়ের নাশকতা এখনও অব্যাহত রয়েছে। বাড়ছে ঝুঁকিপূর্ণ পয়েন্ট। ১০ দিন আগেও রেলওয়ের ঝুঁকিপূর্ণ পয়েন্ট ছিল ৬৩২টি। সেখানে নিরাপত্তার জন্য প্রতিপয়েন্টে চারজন করে আনসার নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু ঝুঁকিপূর্ণ পয়েন্ট বেড়ে এখন হয়েছে ১০৪১টি। আর এসব ঝুঁকিপূর্ণ পয়েন্টের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন ৮ হাজার ৩২৮ জন আনসার সদস্য। দুই শিফটে এসব পয়েন্টে থাকবেন ৪ জন করে মোট ৮ জন আনসার। গতকাল রেলভবনে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, অবরোধের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনেই এখন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য আসছে। ব্যবসায়ীদের সুপারিশ অনুযায়ী বিভিন্ন স্টেশনে ট্রেন থামিয়ে পণ্য নেওয়া হচ্ছে। অবরোধ বা হরতালে দেশের বিভিন্ন স্থান থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আনা-নেওয়ার জন্য ৯০ টন বহন সম্পন্ন একটি বিশেষ ট্রেন এবং অন্যান্য ট্রেনে ২০ টন বহন সম্পন্ন একটি বগি যুক্ত করা হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি জানান, দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ রুটে এবং দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন ছাড়ার আগে আগাম সতর্কতার জন্য অ্যাডভান্স পাইলটিং (এপিটি) ট্রেন চালু করা হয়েছে। রেলের নাশকতায় ৩২ মামলায় এ পর্যন্ত ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।স.খবর