স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকাল ৩টায় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগীতায় ও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খেলা উদ্বোধন ও বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আ’লীগের সহ সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো: আমানত হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মো: রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক জাকির হোসেন বকুল দর্জি, মোহাম্মদ আলী বদু, আনোয়ার সাদেক, আওলাদ হোসেন নয়ন চৌধুরি প্রমুখ। বালক (অনুর্ধ্ব -১৭) কাপাসিয়া ইউনিয়ন বনাম রায়েদ ইউনিয়নের মধ্যে খেলায় রায়েদ ইউনিয়ন ১-০ গোলে বিজয়ী হয়েছেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।