শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা ক্লাব : লিভারপুল কোচ

ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা ক্লাব : লিভারপুল কোচ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ইউরোপিয়ান ফুটবলের সেরার মানদণ্ড যদি ধরা হয় উয়েফা চ্যাম্পিয়নস লিগকে, তাহলে চলতি মৌসুমে বিশ্বের সেরা ক্লাব লিভারপুল। কেননা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন যে তারাই। পরপর দুই আসরে ফাইনাল খেলে, দ্বিতীয়বার শিরোপা জিতেছে ইংলিশ ক্লাবটি।

কিন্তু দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ আবার এমনটা মানতে রাজি নন। তার মতে লিভারপুল নয়, বর্তমানে বিশ্বের সেরা দল হলো ইংল্যান্ডেরই আরেক ক্লাব ম্যানচেস্টার সিটি। যারা ইংলিশ প্রিমিয়ার লিগে একপ্রকার অপ্রতিরোধ্য হয়ে আছে গত কয়েক মৌসুম ধরেই।

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে নিজেদের মিশন শুরুর আগে সংবাদ মাধ্যমে ক্লপ বলেন, ‘এখন অনেক ভালো ভালো দল খেলে। তাদের মধ্যে আপনাকে ধারাবাহিকভাবেই ভালো খেলতে হবে। আমরা ইউরোপের সেরা দল হতে পারি না। কারণ ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা দল। তারাও এই গ্রহেরই ক্লাব। ফলে লিভারপুল কোনোভাবেই সেরা নয়।’

নিজেদের সেরা না মানলেও, গত মৌসুমে তার দল যে ভালো খেলেছে সেটি মানতে আপত্তি নেই লিভারপুল কোচের। তার ভাষ্য, ‘গত মৌসুমে আমরা সত্যিই ভালো খেলেছি। আমি বলতে পারবো না যে, আমরাই ইউরোপের সেরা ছিলাম কি-না। তবে এটা ঠিক যে সঠিক সময়ে আমরা ভালো খেলেছি। যে কারণে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে পেরেছি।’

নাপোলির বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করবে লিভারপুল। সে ম্যাচে নামার আগে গত মৌসুমের শিক্ষাটা মাথায় রেখেছেন ক্লপ। তিনি বলেন, ‘গত বছর আমরা শিখেছি যে এক ম্যাচ থেকে পরের ম্যাচে কীভাবে খেলতে হয়। সেই অভিজ্ঞতাটা কাজে লাগাতে হবে। আমরা যদি তা করতে না পারি তাহলে নাপোলির বিপক্ষে কোনো সুযোগই থাকবে না। কারণ তারা খুবই শক্তিশালী দল।’