জেলা প্রতিনিধি, বাংলাভূমি২৪ডটকম
নরসিংদী: নরসিংদী সরকারি কলেজের বিএ ১ম বর্ষের ছাত্র প্রদীপ দাসকে হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার দুপুরে কলেজের ক্যাম্পাস প্রাঙ্গণে কলেজের শিক্ষার্থী ও নরসিংদীবাসী নামক একটি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে।
দুপুর ১টা থেকে ঘণ্টাপ্যাপী মানববন্ধন চলাকালে কলেজের শিক্ষক, শিক্ষার্থী কলেজের সাবেক ছাত্র নেতাসহ শতাধিক শিক্ষার্থী মানবন্ধনে অংশ নেয়।
এ সময় আগামী এক মাসের মধ্যে হত্যার মূল রহস্য উদঘাটনসহ খুনিদের গ্রেপ্তার করতে না পারলে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য, গত ৩ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মাসুম নামে এক ছেলে এসে প্রদীপ দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। গত শনিবার নরসিংদীর মেঘনা নদীতে তার হাত-পা বাঁধা লাশ ভেসে উঠে।
পুলিশ জানিয়েছে, নিহত প্রদীপকে শারিরিকভাবে নির্যাতন করে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয়া হয়েছে।