বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মন্দিরে অনশনে আন্না

মন্দিরে অনশনে আন্না

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ শক্তিশালী জন লোকপাল বিলের দাবিতে আজ থেকে ফের অনশনে বসলেন আন্না হাজারে। মহারাষ্ট্রের রালেগাঁ সিদ্ধিতে নিজের গ্রামেই অনশনে বসলেন আন্না। অনশন মঞ্চ হিসেবে এবার তিনি বেছে নিয়েছেন গ্রামের যাদব বাবা মন্দিরকে। আন্নার অভিযোগ, কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েও জন লোকপাল বিল না এনে দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছে।

তাই হয় সংসদের শীতকালীন অধিবেশনেই পাস করানো হোক জন লোকপাল বিল, অন্যথায় ক্ষমতা থেকে সরে দাঁড়াক কংগ্রেস। দিল্লির সহ হিন্দি বলয়ের চার রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে আন্না বলেন কংগ্রেসের দেওয়াল লিখন পড়ার সময় এসেছে।

আন্নার অভিযোগ করেন প্রতিশ্রুতি সত্ত্বেও এই বিল না এনে কংগ্রেস সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। চার রাজ্যের ভোটে এর ফল তাঁরা হাতেনাতে পেয়েছে।