মুহাম্মদ আতিকুর রহমান
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল গাজীপুর মহানগরের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে সিটি কর্পোরেশনেরটাউনের রাজবাড়ি সড়কের বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সরকারের প্রতিহিংসায় একটি সাজানো মামলার রায়ে কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার অঙ্গিকার করেন সভায় উপস্থিত নেতা-কর্মীরা।
মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশন ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, সাংগঠনিক সম্পাদক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা নূর মোহাম্মদ, তাজুল ইসলাম তাজু, কালিম লস্কর, শহীদুল ইসলাম, লিয়াকত আলী, শেখ মাসুদ ও মোনায়েম খন্দকার প্রমুখ।
সরকারের প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত মুক্তির দাবী জানান নেতা-কর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নের্তৃত্বে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানানো হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া রাজনৈতিক দল বিএনপির ১ লা সেপ্টেম্বরের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী ও আলোচনা সভার কর্মসূচীতে উপস্থিত থাকতে বক্তারা নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।