শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > পলাশে আরো একজন ডেঙ্গু রোগী শনাক্ত

পলাশে আরো একজন ডেঙ্গু রোগী শনাক্ত

শেয়ার করুন

বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদীঃ পলাশে আরো একজন ডেঙ্গু রোগী শনাক্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত পলাশ উপজেলায় গত কয়েক দিনে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে কয়েক জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে ঘোড়াশাল পৌর এলাকার মৃত জাফরউল্লাহ ছেলে জসিম উদ্দিনের ডেঙ্গু ধরা পড়লে তাকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিনই বেড়েই চলছে স্থানীয় হাসপাতাল গুলোতে রোগীর সংখ্যা। পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিক্ষা সুবিধা তেমন না থাকায় শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী রোগী ডেঙ্গু পরীক্ষায় ভিড় করছে স্থানীয় ক্লিনিক গুলোতে। উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার রওশন জেনারেল (প্রাইভেট) হাসপাতালে আজ বৃহস্পতিবার সকালে জসিমউদ্দিন নামে একজন, চলতি মাসের প্রথম দিনে ২ জন গত জুলাই মাসে ১২ জন ও ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত ডা. আসাদুজ্জামান জানান। তিনি আরও জানান, কয়েক জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে ও কয়েক জনের অবস্থা আশষ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকাতে প্রেরণ করা হয়।