স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮ শ’ ৪৭ প্রার্থী। একক প্রার্থী হিসেবে বৈধ হয়েছেন ৩৩ জন।
শুক্রবার রাত নয়টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ে দেশের ৩ শ’ টি সংসদীয় আসনের রিটার্নিং অফিসারদের পাঠানো রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ২ ডিসেম্বর পর্যন্ত ৩০০ আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়ে ১ হাজার ১ শ’ ৭ টি। ৫ ও ৬ ডিসেম্বর যাচাই বাছাইয়ের পর ২শ’৬০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এরমধ্যে স্বেচ্ছায় প্রত্যাহার করে নেয় ৭ জন প্রার্থী। একক প্রার্থী হিসেবে বৈধ হয়েছেন ৩৩ জন । মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পর্যন্ত তাদের মনোনয়ন বহাল থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন তারা ।