শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > প্রধানমন্ত্রীর প্রতি শফীর অনুরোধ

প্রধানমন্ত্রীর প্রতি শফীর অনুরোধ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ হেফাজতে ইসলামের আমির ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী প্রধানমন্ত্রীকে নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করার অনুরোধ জানিয়েছেন।

বুধবার এক বিবৃতিতে আহমদ শফী বলেন, ‘বর্তমানে দেশের নৈরাজ্যকর পরিস্থিতিতে ইসলামের একজন খাদেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে চুপ থাকতে পারছি না। বিবেকের তাড়না থেকেই সকল পক্ষকে একটা যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানে এসে দ্রুত দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

এভাবে হানাহানি চলতে থাকলে সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার পাশাপাশি দেশের স্বাধীনতাও মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন শফী।

আহমদ শফী বলেন, ‘বর্তমান চরম নিরাপত্তাহীন ক্রান্তিকালীন পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে প্রধানমন্ত্রীকে নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিয়ে গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য আমি জোর অনুরোধ করছি। রাষ্ট্রের সর্বোচ্চ অধিকর্তা হিসেবে এ ব্যাপারে তার দায়দায়িত্ব সর্বাধিক।’

তিনি আরো বলেন, ‘বৃহৎ রাজনৈতিক দলগুলোর পরস্পর বিপরীতমুখী অবস্থানের কারণে নাগরিকদের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। সাধারণ মতভেদের কারণেও এখন মানুষ খুন হয়ে পড়ার মতো চরম জিঘাংসার শিকার হচ্ছে।’

বিবৃতিতে আল্লামা শাহ আহমদ শফী চলমান সঙ্কট কাটিয়ে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসার জন্য আগামী ৬ ডিসেম্বর জুমার দিন সব মোসলমানের প্রতি নফল রোযা পালন এবং বাদ জুমা সব মসজিদে সর্বস্তরের মানুষকে নিয়ে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে প্রার্থনা করার জন্য উলামা-মাশায়েখ ও মসজিদের খতীবদের প্রতি আহ্বান জানিয়েছেন।