শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আবারও রাবি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

আবারও রাবি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

শেয়ার করুন

বিশ্ববিদ্যারয় রিপোর্টার ॥ ১৮ দলীয় জোটের অনিয়ন্ত্রিত হরতাল-ধর্মঘটসহ বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য মুলক কর্মসুচী দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বষের্র ভর্তি পরীক্ষার সময়সূচী আবারও পরিবর্তন করা হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে জানানো হয়, আগামী ৫, ৬, ৭ ও ৯ ডিসেম্বর ২০১৩ তারিখে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষাসমূহ ২৫, ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর ২০১৩ তারিখে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, ইতোপূর্বে গত ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে সময় ১৮ দলীয় জোট হরতাল দেওয়ায় তারিখ পরিবর্তন করে ৫ থেকে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। তবে পুনঃনির্ধারিত তারিখেও ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি পড়ে যাওয়ায় ভর্তি পরীক্ষা ফের পেছানো হলো।