শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সীতাকুন্ডে পুলিশের গুলিতে যুবদল নেতা নিহত

সীতাকুন্ডে পুলিশের গুলিতে যুবদল নেতা নিহত

শেয়ার করুন

জেলা প্রতিনিধ, সীতাকুন্ড ॥ চট্টগ্রামের সীতাকুন্ডের মান্দারিটোলা এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রাসেল মিয়া (৩৪) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। সংঘর্ষে অন্তত: ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সীতাকুন্ডের বাড়বকুন্ড ই্উনিয়নের মান্দারিটোলায় সোমবার গভীর রাত দুইটার দিকে অবরোধকারীরা অবস্থান নেয়। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে। এসময় উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে কয়কজন গুলিবিদ্ধসহ প্রায় ১০ জন আহত হয়। গুলিবিদ্ধ রাসেল মঙ্গলবার সকাল সাতটার দিকে মারা যায়।
রাসেলের বাড়ি মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে। তিনি হাসনাবাদ ওয়ার্ড যুবদলের সভাপতি।
সীতাকুন্ড থানার পরিদর্শক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মান্দারিটোলা এলাকায় গভীর রাতে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষে গোলাগুলি হয়েছে। শুনেছি আজ সকালে একজন মারা গেছে। আমরা খোঁজ নিচ্ছি।