সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > পরিসংখ্যান কথা বলছে অস্ট্রেলিয়ার হয়ে

পরিসংখ্যান কথা বলছে অস্ট্রেলিয়ার হয়ে

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ (বৃহস্পতিবার) মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বার্মিংহামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে বারুদে ঠাসা এ ম্যাচ।

এক নজরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের বেশ কিছু পরিসংখ্যান জেনে নেয়া যাক :

মোট ম্যাচ : ১৪৮
ইংল্যান্ডের জয় : ৬১টি
অস্ট্রেলিয়ার জয় : ৮২টি
টাই : ২টি
পরিত্যক্ত : ৩টি

সর্বোচ্চ দলীয় স্কোর-
ইংল্যান্ড : ৪৮১/৬, নটিংহ্যাম, ২০১৮
অস্ট্রেলিয়া : ৩৪২/৯, মেলবোর্ন, ২০১৫

সর্বনিম্ন দলীয় স্কোর-
ইংল্যান্ড : ৮৬/১০, ম্যানচেস্টার, ২০০১
অস্ট্রেলিয়া : ৭০/১০, বার্মিংহাম, ১৯৭৭

বড় জয়
ইংল্যান্ড : ২৪২ রানে ও ৯ উইকেটে
অস্ট্রেলিয়া : ১৬২ রানে ও ১০ উইকেটে

সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ-
ইংল্যান্ড : এউইন মরগ্যান ১৮১৯ রান
অস্ট্রেলিয়া : রিকি পন্টিং ১৫৯৮ রান

ব্যক্তিগত সেরা ইনিংস-
ইংল্যান্ড : জেসন রয় ১৮০ রান
অস্ট্রেলিয়া : শেন ওয়াটসন ১৬১* রান

সবচেয়ে বেশি উইকেট –
ইংল্যান্ড : জেমস অ্যান্ডারসন ৩৮ উইকেট
অস্ট্রেলিয়া : ব্রেট লি ৬৫ উইকেট

সেরা বোলিং-
ইংল্যান্ড : ক্রিস ওকস ৬/৪৫
অস্ট্রেলিয়া : অ্যান্ডি বিকেল ৭/২০

সর্বোচ্চ ডিসমিসাল-
ইংল্যান্ড : জস বাটলার ৪৮টি
অস্ট্রেলিয়া : অ্যাডাম গিলক্রিস্ট ৬৪টি

সবচেয়ে বেশি ম্যাচ-
ইংল্যান্ড : এউইন মরগ্যান ৫২ ম্যাচ
অস্ট্রেলিয়া : মাইকেল ক্লার্ক ৪৪ ম্যাচ