শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > বিচার ব্যবস্থা ও পুলিশে সংস্কার জরুরি: ড. আকবর আলী খান

বিচার ব্যবস্থা ও পুলিশে সংস্কার জরুরি: ড. আকবর আলী খান

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান বলেছেন, আমাদের দেশের বিচারব্যবস্থায় ব্যাপক দুর্বলতা রয়েছে। বিচারহীনতা দূর করতে হলে বিচার ব্যবস্থা ও পুলিশে সংস্কার অত্যন্ত জরুরি।

শনিবার দুপরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ‘নিপীড়ন বিরোধী’ এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

প্রতিযোগিতার স্লোগান ছিল ‘সাহসিকা নুসরাত, তুমিই যুক্তি তুমিই প্রতিবাদ’। প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজকে হারিয়ে সিদ্ধেশরী গালর্স কলেজ বিজয়ী হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রধান অতিথির বক্তব্যে ড. আকবর আলী খান বলেন, শিষ্টের পালন এবং দুষ্টের দমনের পরিবর্তে দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে দুষ্টরা প্রাধান্য পাচ্ছেন আর শিষ্টরা ক্রমশ দুর্বল হচ্ছেন।

এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হবে। সেই সঙ্গে নারীর ক্ষমতায়নের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নুসরাত একটি প্রতীক। এক প্রতিবাদী মেয়ে। মৃত্যুপূর্ব পর্যন্ত তিনি বিচারের দাবিতে অটল ছিলেন।

নুসরাতের স্মৃতির প্রতি সম্মান রেখে সোনাগাজীতে যে মাদ্রাসায় সে লেখাপড়া করেছে সেই মাদ্রাসার নামকরণ নুসরাতের নামে এবং তার মারা যাওয়ার দিনটিকে জাতীয়ভাবে ‘নিপীড়ন বিরোধী দিবস’ হিসেবে পালনের দাবি হাসান আহমেদ।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন- অধ্যাপক আবু মো. রইস, সাংবাদিক রোকসানা আনজুম নিকল, এস এম আজাদ এবং শামীমা দৌলা।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।