শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > হজযাত্রীদের বিমান টিকিট নিশ্চিতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

হজযাত্রীদের বিমান টিকিট নিশ্চিতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥

আসন্ন হজে হজযাত্রীদের বিমানের টিকিট নিশ্চিত করতে এজেন্সিগুলোকে পে-অর্ডার তৈরির জন্য নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, জাতীয় হজ ও ওমরা নীতি এবং ঘোষিত হজ প্যাকেজ অনুযায়ী আসন্ন হজে যাত্রীদের সৌদি আরবে যাওয়া ও হজ শেষে দেশে প্রত্যাবর্তনের জন্য এয়ারলাইন্স টিকিট বুকিং নিশ্চিত করতে হবে। এ জন্য হজ এজেন্ট এবং ব্যাংক কর্তৃপক্ষকে প্রাক-নিবন্ধন প্লাটফর্মে/অনলাইনে যথাযথভাবে পূরণ করে আজ টিকিট ক্রয়ে কতিপয় শর্ত সাপেক্ষে ভাউচার তৈরির অনুরোধ করা হল।

শর্ত হিসেবে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ হজ এজেন্সি কর্তৃক প্রাক-নিবন্ধন প্লাটফর্মে সৃষ্ট ভাউচার ছাড়া কোনো পে-অর্ডার ইস্যু করা যাবে না। জাতীয় হজ ও ওমরা নীতির আলোকে সুষ্ঠু হজ ফ্লাইট পরিচালনার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স হজ পোর্টালে হজ এজেন্সি কর্তৃক ইস্যুকৃত প্রতিটি পে-অর্ডারের বিপরীতে টিকেট বিক্রি বা বুকিং নিশ্চিত করতে হবে।