শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > যে এক শর্তে জাকির নায়েক ভারতে ফিরবেন

যে এক শর্তে জাকির নায়েক ভারতে ফিরবেন

শেয়ার করুন

প্রায় তিন বছর দেশের বাইরে থাকার পর এবার শর্ত সাপেক্ষে ভারতের ফিরতে রাজি হয়েছেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. জাকির নায়েক।তার বিরুদ্ধে ভারতে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে তিনি বর্তমানে মালয়েশিয়ায় বাস করছেন।দ্যা উইক

ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত আমার কোনও দোষ প্রমাণ হচ্ছে ততক্ষণ আমায় গ্রেফতার করা যাবে না। ভারতের সুপ্রিম কোর্ট আমায় এ আশ্বাস দিলে আমি দেশে ফিরতে রাজি।’

চাঁদপুরের কচুয়া উপজেলায় ফলাফল জানার আগেই এসএসসি পরীক্ষার্থী মিম না ফেরার দেশে চলে গেছে। উপজেলার আকানিয়া গ্রামের ফখরুল মিয়াজির মেয়ে সাবরিনা সাকা মিম ব্লাড ক্যানসার আক্রান্ত অবস্থায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের

এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। i সোমবার ছিল এসএসসি পরীক্ষার ফলাফল জানার দিন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ফলাফল জানার আগেই মারা যায় ক্যানসার আক্রান্ত মিম। i সোমবার সকালে মরণব্যাধি ব্লাড ক্যানসার রোগের চিকিৎসা চলমান অবস্থায় মারা

যায় মিম। তার মৃত্যুতে আত্মীয়-স্বজন ছাড়াও তার বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা শোকহত হয়েছেন। বিকেলে জানাজায় অংশ নিয়ে মিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তারা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মিমকে দাফন করা হয়েছে। i সোমবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ পায়। এই ফলাফলে জিপিএ-৪.২৮ পেয়ে উত্তীর্ণ হয় মিম। কিন্তু ফলাফল তার আর জানা সম্ভব হয়নি। তার মৃত্যুর সংবাদে আত্মীয়-স্বজনসহ সহপাঠীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। i