শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > তফসিল প্রত্যাখ্যান বিএনপির

তফসিল প্রত্যাখ্যান বিএনপির

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণার পরপরই দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী তফসিল প্রত্যাখ্যানের কথা জানান।

তিনি বলেন, আমরা এই তফসিল প্রত্যাখ্যান করলাম।

একইসঙ্গে রিজভী বলেন, কিছুক্ষণের মধ্যেই দলের পক্ষ থেকে এর বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করা হবে।

ধারণা করা হচ্ছে, রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশান কার্যালয়ে পৌছার পর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার থেকে টানা তিন দিনের হরতাল ঘোষণা করতে পারেন।

এই মুহূর্তে সংবাদকর্মীরা গুলশান কার্যালয়ে অপেক্ষা করছেন। রাত সাড়ে ৮টায় বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনে উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ. যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলা দলে সভাপতি নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা গুলশানের কার্যালয়ে উপস্থিত আছেন।