বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালীগঞ্জে নিরাপত্তা প্রহরীর বাড়ি পুড়ে ছাই

কালীগঞ্জে নিরাপত্তা প্রহরীর বাড়ি পুড়ে ছাই

শেয়ার করুন

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুরঃ কালীগঞ্জে নিরাপত্তা প্রহরী শাহাজউদ্দিনের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে তার বাড়ির দুটি ঘর, নগদ টাকাসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে গেছে বলে সংবাদ পাওয়া গেছে। কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড উত্তরগাঁও গ্রামের কোনাবাড়ি এলাকায় শুক্রবার ভোরে এ ঘটনাটি ঘটেছে। বাড়িতে আগুন লাগায় হতদরিদ্র নিরাপত্তা প্রহরী শাহাজউদ্দিন তার পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাসের উপক্রম হয়েছে। আগুনে আসবাবপত্রসহ জিনিসপত্র পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে ভুক্তভোগী শাহাজউদ্দিন জানায়।
ক্ষতিগ্রস্ত শাহাজউদ্দিন বলেন, তিনি ঢাকা মগবাজার ২১৪ নম্বর বাড়িতে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত রয়েছে। রাতে আগুন লাগার খবর পেয়ে সকালে বাড়িতে এসে দেখেন তার মাথা গোছার ঠাঁই বাড়িটি পুড়ে গেছে। রাতে শাহাজউদ্দিনের স্ত্রী আসমা খাতুন, তার কন্যা কুহিনুর, নাতি তানভীর (৪) ও এক মাস দুই দিনের নাতনি তাজমিনকে নিয়ে তারা ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে তার মেয়ে কুহিনুর আগুন দেখতে পেয়ে ছেলে-মেয়ে ও মাকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তাদের ডাকচিৎকারে প্রতিবেশিরা এসে দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিভায়। মুর্হুতে দুটি ঘরে থাকা সুকেজ, লোপ-তোষক, টেবিল, দলিল, নগদ সাড়ে নয় হাজার টাকা, দুটি মোবাইল, ডেক পাতিল ও রক্ষিত চাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আট আনি একটি স্বর্ণের চেন, আট আনির দুটি কানের দুলও পুড়ে গেছে। আজ থেকে পরিবার পরিজনদের নিয়ে তাকে খোলা আকাশের নিচে বাস করতে হবে।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন শুক্কুর বলেন, শাহাজউদ্দিন এলাকায় খুব গরীব মানুষ। এলাকার দানশীলরা তাকে সহযোগিতা না করলে তার চলা খুব কষ্ট হবে।
স্থানীয় কাউন্সিলর মো. রুহুল আমিন মোল্লা বলেন, ঘটনা শোনার পর সাহাজউদ্দিনের বাড়িতে গিয়েছি। আগুনে তার সব পুড়ে গেছে।