বৃহস্পতিবার , ১৪ই নভেম্বর, ২০২৪ , ২৯শে কার্তিক, ১৪৩১ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > শান্ত আশুলিয়া

শান্ত আশুলিয়া

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ মজুরি বাড়ানোর দাবিতে টানা অসন্তোষের পর বৃহস্পতিবার সকাল থেকে তুলনামূলক শান্ত রয়েছে আশুলিয়া শিল্পাঞ্চল।

তবে অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে অনির্দিষ্টকালের জন্যে বন্ধ রয়েছে জিরাবো শিল্পাঞ্চলের চারটি তৈরি পোশাক কারখানা।

বৃহস্পতিবার সকালে জামগড়া, শিমুলতলী, ছয়তলা ও নরসিংহপুর অঞ্চলের কারখানা গুলো খুলে দেয়ায় স্বতস্ফুর্তভাবে কাজে যোগ দেন শ্রমিকরা ।এসব কারখানায় সকাল থেকেই পুরোদমে শুরু হয় উৎপাদন।

সকাল সাড়ে নয়টায় এ খবর লেখার সময় পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এদিকে অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে জিরাবো শিল্প এলাকার টি ডিজাইন,মাসকট সাউদার্ন আর রেডিয়েন্ট নামের চারটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সকালে কাজ যোগ দিতে এসে শ্রমিকরা কারখানা বন্ধের নোটিশ দেখে বাড়ি ফিরে যায। শিল্প পুলিশের আশুলিয়া অঞ্চলের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেছেন,পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।তবে যেকোনো ধরনের নৈরাজ্য ও অরাজকতা দমনে সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।